লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Central Bank Recruitment 2024: সেন্ট্রাল ব্যাংকে বহুল শূন্যপদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; এইভাবে করুন আবেদন

Published on:

WhatsApp Group   Join Now

Central Bank Recruitment 2024: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন করে বহুল শুন্য পদে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা চাকরিতে আবেদন করতে পারবেন। আবেদনের মাপকাঠি জেনে নিন আজকের প্রতিবেদনে।

◆ নিয়োগকারী পদের নাম: এখানে নতুন করে শিক্ষানবিশ পদে নতুন নিয়োগ শুরু হয়েছে।

Central Bank Recruitment 2024

◆ শূন্যপদের সংখ্যা: এখানে ৩০০০ হাজার শুন্য পদে নিয়োগ করা হবে।

◆ শিক্ষাগত যোগ্যতা: সকল চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার বিষয়ে একটু দক্ষতা থাকতে হবে।

◆ বয়সসীমা: প্রার্থীর বয়স 01/04/1996 থেকে 31/03/2004 পর্যন্ত বয়স থাকতে হবে। এছাড়াও SC,ST,OBC,PWBD চাকরিপ্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে সরকারিভাবে।

আরও পড়ুন:Jeevan Labh Policy: নামমাত্র প্রিমিয়াম দিয়ে মেয়াদপূর্তিতে পান ৫০ লক্ষ টাকার সুবিধা; আজই বিনিয়োগ করুন এলআইসির এই স্কিমে

◆ বেতন: চাকরিপ্রার্থীদের সেন্ট্রাল ব্যাংক এ চাকরি হলে প্রতি মাসে সরকারি নিয়ম অনুযায়ী ভালো পরিমাণে বেতন থাকবে কিন্তু বিজ্ঞপ্তিতে বেতন বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি কারণ একসঙ্গে অনেকগুলি শূন্য পদে নিয়োগ শুরু হয়েছে।

Central Bank Recruitment 2024

◆ নিয়োগ প্রক্রিয়া: চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা নেওয়া হবে অনলাইনের মাধ্যমে। এছাড়াও যোগ্য প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষার পর আরো কিছু বাছাইয়ের জন্য ধাপ রয়েছে।

◆ আবেদন পদ্ধতি: ১) চাকরিপ্রার্থীদের আবেদন নথিভুক্ত জানাতে হবে সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে। ২) সর্বপ্রথম সেন্ট্রাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে। ৩) এরপর বাকি ফরমটি নির্ভুলভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। ৪) সর্বশেষে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে নিয়ে এর পাশাপাশি পুনরায় ফর্মটি একবার যাচাই করে সাবমিট করতে হবে।

◆ আবেদনের সময়সীমা: আগামী 17/06/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা এখন নতুন করে অনলাইনে সেন্ট্রাল ব্যাংকে চাকরি জন্য আবেদন নথিভুক্ত করতে পারবে।

বিঃদ্রঃ যে সমস্ত চাকরিপ্রার্থী সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে আবেদন করবেন তাদের জন্য নিচে দুটি বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে অবশ্যই মনোযোগ সহকারে পড়ে বুঝে আবেদন করবেন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।