লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

স্বার্থ সংঘাতের অভিযোগ উঠল বোর্ড প্রেসিডেন্ট রজার বিনির বিরুদ্ধে, জবাব তলব করল BCCI !!

Updated on:

WhatsApp Group   Join Now

গত অক্টোবর মাসে সৌরভ গাঙ্গুলীকে সরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে ভারতের প্রাক্তন ক্রিকেটার রজার বিনি নতুন সভাপতি পদে নিযুক্ত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রজার বিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নিযুক্ত হয়েছেন। সভাপতি পদে তার বসার পর তীব্র বিতর্ক হয়েছিল সেই সময়।

এবার স্বার্থসংঘাতের অভিযোগ উঠল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি অর্থাৎ রজার বিনির বিরুদ্ধে। ২০ ডিসেম্বর বোর্ডের এথিকস অফিসার বিনীত সরণ বিনিকে চিঠি দিয়েছেন লিখিত উত্তর চেয়ে।

একটি খেলার চ্যানেলে উপস্থাপক হিসাবে কর্মরত রজার বিনির পুত্রবধূ অর্থাৎ রজার বিনির ছেলে স্টুয়ার্ট বিনির স্ত্রী মায়ান্তি বিনি। আর সেই চ্যানেলটি ভারতের ঘরোয়া ক্রিকেটের সমস্ত ম্যাচগুলি সম্প্রচার করে। এই প্রসঙ্গেই সঞ্জীব গুপ্ত নামে এক ব্যক্তি স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছে রজার বিনির বিরুদ্ধে।

সেই ব্যক্তি দাবি করেছেন বিসিসিআই প্রেসিডেন্টের পুত্রবধূ হয়ে কিভাবে এই চ্যানেলের সাথে যুক্ত হতে পারে মায়ান্তি। এর ফলে বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে এই চ্যানেলটির। অভিযোগ কারীর দাবি বিসিসিআই এর স্বার্থ বিঘ্নিত হতে পারে বলে।

রজার বিনির বিরুদ্ধে এই অভিযোগের পর বোর্ডের এথিকস অফিসার বিনীত সরণ তাকে চিঠি দিয়েছে। রজার বিনিকে চিঠিতে বলা হয়েছিল, “অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে বোর্ডের নিয়ম আপনি ভেঙেছেন যা বিসিসিআইয়ের স্বার্থ বিঘ্নিত করতে পারে। স্বার্থ সংঘাতের অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। আপনার প্রতিক্রিয়া যথাযথ হলফনামা হিসাবে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে দিতে হবে।

About Author