লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

বিশ্বকাপ ২০২৩: সিরিজ সেরা মিরাজ হাসানের টার্গেট এখন ভারত থেকে বিশ্বকাপ ছিনিয়ে নেওয়া !!

Updated on:

WhatsApp Group   Join Now

বর্তমানে মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশের সেরা অলরাউন্ডার বললে ভুল হবে না। একদিনের সিরিজে ভারতের বিরুদ্ধে তার ক্ষমতা প্রমাণ করেছে। তাকে বোলিং অলরাউন্ডার মনে করা হলেও মিরাজ জাদু দেখিয়েছেন ব্যাট হাতে সিরিজে। অবশ্য এর আগেও এই অলরাউন্ডার ব্যাট হাতে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।

সদ্য সমাপ্ত সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জিতেছে মিরাজের ব্যাটে ভর করেই তা বলাই বাহুল্য। নিজের সেরাটা দুই ম্যাচেই দিয়ে ম্যাচজয়ী খেলেছেন। বাংলাদেশ ৯ উইকেটে দাঁড়িয়ে প্রথম ওয়ানডে ম্যাচে জিতেছে তার ব্যাটে ভর করে। দ্বিতীয় ম্যাচে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যায় তার অনবদ্য সেঞ্চুরি। ভারত সিরিজের প্রথম দুই ম্যাচই হেরে যায়। সিরিজের সেরা পুরস্কার পেয়েছেন ফলস্বরূপ মেহেদী হাসান মিরাজ।

ভারতের বিরুদ্ধে সিরিজে তিনি সেরা পুরস্কার হাতে নিয়ে জানালেন, এরপর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ-২০২৩ তাদের টার্গেট। আগামী বছরের বিশ্বকাপের দিকে তাদের এখন পুরো ফোকাস। এই প্রসঙ্গে মিরাজ বললেন,“ভারত প্রতিটি ফরম্যাটেই লড়াকু। আমরাও গত কয়েক বছরে ভালো করেছি। ভারতে আয়োজিত বিশ্বকাপ সামনেই, এখন বিশ্বকাপের দিকে আমাদের মূল লক্ষ্য। আশা করি ভালো করতে পারব আমরা। অনেক অভিজ্ঞ ক্রিকেটার দলে আছে।”

এরপর মিরাজ আরো বললেন, “বর্তমানে আমাদের কাছে অনেক সিনিয়র ক্রিকেটার। তাদের কাছ থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি। আমরা আগামী দিনে আরো ভালো খেলতে চাই। সব সময় চেষ্টা করি ইতিবাচক চিন্তা করার।”

আপনাকে আমরা বলি, সিরিজে ভারতকে হারিয়ে এখন তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। এরপর তারা ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। তারা চেষ্টা করবে ওডিআই সিরিজের মতোই টেস্ট সিরিজ জিততে।

About Author