লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Virat Kohli: বাবা হলেন বিরাট কোহলি! দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অনুষ্কা শর্মা

Virat Kohli: দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা(Anushka Sharma)। বাবা হলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিন বছর আগে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন ...

Published on:

Virat Kohli: দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা(Anushka Sharma)। বাবা হলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিন বছর আগে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন বিরুস্কা। ২০২১ সালের ১১ই জানুয়ারি নিজেদের জীবনে ভামিকাকে পেয়েছিলেন তাঁরা। আর তিন বছরের মাথায় তাঁদের সংসারে এল আর এক নতুন সদস্য। ১৫ই ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা। নিজেই এই সুখবরের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

অনুষ্কার (Anushka Sharma) দ্বিতীয়বার মা হওয়া নিয়ে জল্পনা চলছিল সমাজ মাধ্যমে। আর এইবার এই জল্পনাতেই পড়ল শিলমোহর। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের সময় থেকেই ক্রিকেট বোর্ডের থেকে ছুটি চেয়েছিলেন বিরাট। মনে করা হচ্ছে , সেই সময় স্ত্রীর পাশে থাকার জন্যই এই পদক্ষেপ নিয়েছিলেন তিনি। সকলের জল্পনাকে আরও একটু উস্কে দিয়েছিলেন বিরাটের অন্যতম প্রিয় বন্ধু এবি ডি ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার একটি ভিডিয়োয় জানিয়েছিলেন, তিনি বিরাটের (Virat Kohli) সঙ্গে কথা বলার সময়ে জানতে পারেন দ্বিতীয়বার মা হতে চলেছে অনুষ্কা। তাই সেই সময় স্ত্রীর পাশে থাকা বিরাটের কর্তব্য বলেই মনে করেছিলেন তিনি। দেশের প্রতি কর্তব্যের পাশাপাশি পরিবারও গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে তাই বিরাটও তাই করেছে। এর জন্য ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে হয়না।

Virat Kohli
Virat Kohli

আরও পড়ুন: Sreenath K: টাকার জন্য করতে হত কুলির কাজ, UPSC-তে সফল হয়ে IAS অফিসার হলেন শ্রীনাথ

প্রসঙ্গত উল্লেখ্য, বিরাটের (Virat Kohli) প্রথম কন্যা সন্তান ভামিকার জন্মের সময়ও ক্রিকেট থেকে কিছুদিনের জন্য দূরে ছিলেন বিরাট। সেই সময় ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় খেলতে গিয়েছিল। প্রথম টেস্ট ম্যাচ খেলেই ভারতে ফিরে এসেছিলেন বিরাট। অ্যাডিলেডে ৩৬ রানে অল আউট হয়ে ভারতীয় ক্রিকেট দল হেরে যাওয়ায় তৎকালীন অধিনায়ক বিরাটকে কটাক্ষ করেছিলেন অনেকেই। যদিও সেই সিরিজে জয়লাভ করেছিল ভারত।

 

About Author