লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Vasu Jain: লোকের বাড়ি ও ইট ভাটায় কাজ করে ছেলেকে বড়ো করেন, মায়ের স্বপ্নপূরণ করে ছেলে যা করলেন আপনি ও অবাক হবেন

Published on:

WhatsApp Group   Join Now

Vasu Jain: কথায় আছে চেষ্টাই জীবনের সফলতা পাওয়ার মূল মন্ত্র। নিজের লক্ষ্যের প্রতি স্থির রেখে যদি চেষ্টা চালিয়ে যাওয়া যায় তাহলে জীবনে অবশ্যই সফলতা আসবে। আর এই কথারই সত্যতা প্রমাণ করলেন বাসু জৈন (Vasu Jain)। জীবনে চলার পথটা সহজ ছিল না তার। অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে তার স্বপ্ন পূরণ করতে হয়েছে।

ছোট থেকেই তিনি দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। দেখেছেন কিভাবে তার মা সমাজের সাথে লড়াই করে সামান্য টুকু অর্থ উপার্জন করে তাকে মানুষ করে। তাই তখন থেকেই তার লক্ষ্য স্থির হয়ে যায় যে তিনি তার মায়ের সব দারিদ্রতা দূর করবে। তখন থেকেই শুরু হয় তার যুদ্ধ। গুজরাটের ছোট্ট গ্রামের এই যুবক বাসু জৈন (Vasu Jain), যার মায়ের স্বপ্ন ছিল একজন ইউপিএসসি পাশ করে সিভিল সার্ভিস অফিসার হওয়া।

Vasu Jain
Vasu Jain

কিন্তু দারিদ্রতা তার মায়ের হাত পা বেঁধে দিয়েছিল। তাই মায়ের স্বপ্ন ছেলে পূরণ করার জন্য পড়াশোনা করতে থাকেন। গ্রাজুয়েশন পাশ করার পরেই সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। প্রথম দুবার পরীক্ষায় ও সফলতা আসার পরেও তিনি তার তার চেষ্টা থেকে এক পা ও সরে দাঁড়ান নি। বরং চেষ্টা টা আরও দ্বিগুণ বাড়িয়ে অক্লান্ত পরিশ্রম করে তৃতীয়বার পরীক্ষায় সারা ভারতবর্ষে ৬৭ নাম্বার রেংক করে। যা রীতিমতো চমকপ্রদ।

অক্লান্ত পরিশ্রম আর অদম্য জেদ এবং তার মায়ের ভালোবাসার জন্যই মায়ের স্বপ্ন পূরণ করে তিনি একজন সিভিল সার্ভিস অফিসার হয়ে ডিউটি জয়েন করে। সুতরাং আরও একবার তিনি প্রমাণ করে দিলেন যে ইচ্ছা থাকলেই উপায় হয়।

আরও পড়ুন: পড়াশুনার খরচা সামলাতে মিড ডে মিলে রান্না করতেন মা, আজ চরম দারিদ্রতাকে পিছনে ফেলে সফল IAS অফিসার সন্তান

About Author