লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Vikas Divyakirti: প্রথম চেষ্টায় IAS হয়েও পদত্যাগ! আজ সফল ইউটিউবার, সাবস্ক্রাইবার ২.৯৫ মিলিয়ন!

Published on:

WhatsApp Group   Join Now

Vikas Divyakirti: আমাদের দেশে সরকারি চাকরির যেসমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে তার মধ্যে ইউপিএসসি অন্যতম।এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুবই কঠিন। তবে এমন ঘটনাও আছে যে এই কঠিন পরীক্ষায় সফল হয়েও কেউ কেউ চাকরি ছেড়েও দিয়েছেন।এরকমই একজন হলেন ডক্টর বিকাশ দিব্যকীর্তি।তিনি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক। পরবর্তী প্রজন্মের পড়ুয়াদের পথ দেখাচ্ছেন কিভাবে UPSC পাশ করবে তারাও।

১৯৭৩ সালে বিকাশের (Vikas Divyakirti) জন্ম হরিয়ানায় এক মধ্যবিত্ত পরিবারে। তার পরিবারের সকলেই ছিলেন উচ্চশিক্ষিত।তাঁর বাবা মহাঋষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের হিন্দি সাহিত্যের অধ্যাপক ও তাঁর মা ছিলেন শিক্ষিকা। তাঁর(Vikas Divyakirti) দুই বড় দাদা ছিলেন যাদের মধ্যে একজন আমেরিকায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ও অন্য এক জন সিবিআই-এর ডিআইজি।বিকাশ হিন্দি এবং ইংরেজিতে স্নাতক হওয়ার পর এমএ, এমফিল এবং পিএইচডি করেন।

Vikas Divyakirti
Vikas Divyakirti

শিক্ষা জীবন সমাপ্ত হলে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ শুরু করেন। তার বাড়ির লোক তাকে  ইউপিএসসি(UPSC)পরীক্ষায় বসার জন্য উৎসাহ দিতে থাকে ও সেই কারনে তিনিও এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। ১৯৯৪ সালে UPSC এর সর্বভারতীয় মেধাতালিকায় তিনি ৩৮৪ নম্বর র‍্যাঙ্ক করেন।এরপর তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রকে কিছু দিন কাজ করেন,সেখানে কাজ করতে করতে তার মনে হয় যে এই পেশা তিনি করতে পারবেন না,এ তার জন্য নয়।

আরও পড়ুন: ছেলেকে পড়াতে বিক্রি করতে হয়েছিল বাড়ি, IAS অফিসার হয়ে ছেলে বাবাকে উপহার দিল সেই বাড়ি

যেমন ভাবা, তেমন কাজ আইএএস-এর চাকরি ছেড়ে দেন তিনি (Vikas Divyakirti)।আবারও শিক্ষকতার জীবনে ফিরে আসেন তিনি। ১৯৯৯ সালে দিল্লির মুখার্জি নগরে তিনি শুরু করেন ‘দৃষ্টি আইএএস কোচিং সেন্টার’। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে তিনি তুমুল জনপ্রিয়।ফ্যানপেজে তার ফলোয়ার্সের সংখ্যা ৬০ হাজারের বেশি। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২.৯৫ মিলিয়ন। এছাড়াও ১১ মিলিয়নেরও বেশি তার কোচিং সেন্টারের সাবস্ক্রাইবার।সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ’12th Fail’ ছবিতে নিজের ভূমিকাতেই অভিনয় করেছেন বিকাশ দিব্যকীর্তি।

আরও পড়ুন: NASA: দাদু ছিলেন সবজি বিক্রেতা, ১০ বছরেই নাসা-র সিটিজেন সায়েন্টিস্ট শৈশবে পিতৃহীন এই বালক

About Author