লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Devyani Singh: সপ্তাহান্তে কয়েক ঘণ্টা পড়েই UPSC-তে সফল হলেন দেবযানী সিং

Devyani Singh: UPSC তে সফল হতে গিয়ে একএকজনের গল্প এক এক রকম।কেউ কেউ দিনে ১০-১২ ঘণ্টা পড়েন, আবার কেউ পড়েন ২-৩ ঘণ্টা। প্রত্যেকের পরিশ্রমের কাহিনি ...

Published on:

Devyani Singh: UPSC তে সফল হতে গিয়ে একএকজনের গল্প এক এক রকম।কেউ কেউ দিনে ১০-১২ ঘণ্টা পড়েন, আবার কেউ পড়েন ২-৩ ঘণ্টা। প্রত্যেকের পরিশ্রমের কাহিনি একই নয়।তবে আজকের প্রতিবেদনে আমরা যাকে নিয়ে কথা বলব সেই দেবযানী সিং (Devyani Singh) প্রতিদিন নয়, সপ্তাহান্তে কয়েক ঘণ্টা পড়েই আজকে একজন সফল IRS।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now
Devyani Singh
Devyani Singh

দেবযানী সিং (Devyani Singh) এর বড়ো হয়ে ওঠা হরিয়ানায়।ছোটবেলা থেকেই বিভিন্ন বিষয়ে অন্যন্য দের থেকে আলাদা ছিলেন তিনি (Devyani Singh)। চণ্ডীগড়ের একটি স্কুল থেকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।এরপর ২০১৪ সালে গোয়ার বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণ হন দেবযানী।স্নাতক উত্তীর্ন হওয়ার পর থেকেই UPSC পরীক্ষার জন্য কঠোর প্রস্তুতি নিতে শুরু করেন তিনি।

Devyani Singh
Devyani Singh

তবে একবারের প্রচেষ্টাতেই UPSC তে সফল হতে পারেননি দেবযানী।প্রথমবারের মতো ২০১৫ সালে UPSC পরীক্ষায় বসেন তিনি। কিন্তু প্রথমবারেই ব্যর্থ হন। এরপর আবারও ২০১৬ এবং ২০১৭ সালেও একইভাবে পরীক্ষা দেন তিনি।কিন্তু ভাগ্য এবারেও সাথ দেয়না তার।২০১৮ সালে আবারও পরীক্ষা দেন তিনি আর এবার ভাগ্য সাথ দেয়,UPSC তে পাশ করে সারা দেশের মধ্যে ২২২ র‍্যাঙ্ক করেন দেবযানী সিং। কেন্দ্রের অডিট বিভাগে তিনি চাকরি পান।

Devyani Singh
Devyani Singh

তবে এতেই খুশি হয়ে যাননি দেবযানী,তিনি চাইছিলেন আরও কিছু। চাকরি সামলে সপ্তাহে মাত্র দুদিন আবারও পড়াশোনা শুরু করেন তিনি।প্রস্তুতি নিয়ে আবারও একবার পরীক্ষায় বসেন তিনি।২০১৯ সালে পরীক্ষায় পাশ করে সারা দেশের মধ্যে ১১ র‍্যাঙ্ক অর্জন করেন তিনি।এরপর IRS হিসাবে চাকরিতে যোগ দেন দেবযানী সিং।

আরও পড়ুন: Namita Sharma: কোটি টাকার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ছেড়ে, দেশ সেবার জন্য IAS-এর চাকরি নেন নমিতা শর্মা!

আরও পড়ুন: Virat Kohli: বাবা হলেন বিরাট কোহলি! দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অনুষ্কা শর্মা
Google, Devyani Singh, Devyani Singh: সপ্তাহান্তে কয়েক ঘণ্টা পড়েই Upsc-তে সফল হলেন দেবযানী সিং

সর্বশেষ খবর টলিউড অনলাইনের-এর গুগল নিউজ চ্যানেলে।

About Author