লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Ansar Shaikh: সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মাত্র ২১ বছর বয়সে আইএএস অফিসার আনসার শেখ; তরুণের সাফল্যের কাহিনী অনুপ্রেরিত করবে পড়ুয়াদের

Ansar Shaikh: ইচ্ছে শক্তির জোর অনেক বেশি।মানুষ যদি একাগ্রতার সাথে চেষ্টা করে তাহলে সে ঠিক জয়লাভ করতে পারে। আর কেউ মন থেকে যদি কিছু চায় ...

Published on:

Ansar Shaikh: ইচ্ছে শক্তির জোর অনেক বেশি।মানুষ যদি একাগ্রতার সাথে চেষ্টা করে তাহলে সে ঠিক জয়লাভ করতে পারে। আর কেউ মন থেকে যদি কিছু চায় তাহলে সে সফল হবেই।একথা আবারও প্রমাণ করে দিয়েছে আনসার শেখ (Ansar Shaikh)। প্রবল দরিদ্রতার মাঝে থেকেও নিজের স্বপ্ন পূরণ করতে সদা সচেষ্ট থেকেছেন তিনি।কখন হাল ছাড়েন নি।তাই মাত্র ২১ বছর বয়সেই সব থেকে কঠিন পরীক্ষা UPSC তে সফলতা পেয়ে একজন IAS অফিসার হতে পেরেছেন।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

Ansar Shaikh 2, Ansar Shaikh, Ansar Shaikh: সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মাত্র ২১ বছর বয়সে আইএএস অফিসার আনসার শেখ; তরুণের সাফল্যের কাহিনী অনুপ্রেরিত করবে পড়ুয়াদের

UPSC র পুরো কথা হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(Union Public Service Commission), অর্থাৎ এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এতে পাশ করলে IAS,IPS অফিসার হতে পারবে পরীক্ষার্থীরা।এই পরীক্ষায় পাশ করার স্বপ্ন থাকে অনেকের।কিন্তু অনেকেই আছে যারা অনেকবার চেষ্টা করেও সফলতা পায় না। এই তরুণের সফলতার কাহিনী অনুপ্রেরণা জোগায় সকলকে।মহারাষ্ট্রের(Maharastra )জালনা (Jalna) গ্রামের বাসিন্দা আনসার।প্রবল অর্থ কষ্টের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়েছে।

আনসারের (Ansar Shaikh)বাবা ইউনুস শেখ আহমেদ পেশায় একজন অটোচালক।কষ্ট করেই ছেলেকে বড় করেছেন। আনসার (Ansar Shaikh) বরাবর পড়াশোনায় খুব ভালো।এত দারিদ্রের মধ্যেই মনের জোর হারিয়ে ফেলেন নি কোনোদিন। দ্বাদশ শ্রেণীতে ৯১ শতাংশ নম্বর নিয়ে পাশ করেন তিনি।আবার পুনের ফার্গুসন কলেজ থেকে ৭৩ শতাংশ নম্বর নিয়ে পাশ করে সে।রাষ্ট্রবিজ্ঞানে(Politicalscience) স্নাতক হয়। এরপর এমন পরিস্থিতি হয় পড়াশোনা তাকে ছেড়ে দিতে হবে।কিন্তু প্রতিভাবান পড়ুয়ার পড়াশোনা বন্ধ হোক,সেটা চায়নি শিক্ষকরা।

Ansar Shaikh
Ansar Shaikh

তাই শিক্ষকদের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যায় সে।একবারের চেষ্টায় IAS অফিসার হওয়ার নেপথ্যে রয়েছে অনেক পরিশ্রম।টানা ১২ ঘণ্টা করে তিন বছর পড়াশোনা করেছে সে। অক্লান্ত পরিশ্রমের পর সফলতা পেয়েছেন তিনি।মাত্র ২১ বছরে এত বড় সাফল্য মুখের কথা নয়।কঠোর অধ্যবসায় আর সাধনার জেরে ২০১৫ সালে UPSC পরীক্ষায় ৩৬১ তম স্থান পেয়ে উত্তীর্ণ হন তিনি।আবারও প্রমাণ হয়ে গেলো দারিদ্র্য কখনোই সফলতার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না।

আরও পড়ুন: Devyani Singh: সপ্তাহান্তে কয়েক ঘণ্টা পড়েই UPSC-তে সফল হলেন দেবযানী সিং

Google, Ansar Shaikh, Ansar Shaikh: সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মাত্র ২১ বছর বয়সে আইএএস অফিসার আনসার শেখ; তরুণের সাফল্যের কাহিনী অনুপ্রেরিত করবে পড়ুয়াদের

সর্বশেষ খবর বেঙ্গলি এক্সপ্রেসের গুগল নিউজ চ্যানেলে।

About Author