লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Manoj Kumar Sharma:’12th Fail’ সিনেমার বাস্তবের মনোজকে চিনে নিন, তার সাফল্যের কাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও

Published on:

WhatsApp Group   Join Now

Manoj Kumar Sharma: অধ্যাবসায় এমন এক অভ্যাস যা জয়ের পথ মসৃন করে দেয়। ভারতের অন্যতম আপার র‍্যাঙ্ক সিভিল সার্ভিস ডিউটিতে যোগ দেওয়ার জন্য যে কোনো ব্যক্তিকে পাশ করতে হয় UPSC পরীক্ষায়। এই পরীক্ষা খুব সহজ কিন্তু নয় তবে অধ্যাবসায়ের জোরে অক্লান্ত পরিশ্রম কে কাজে লাগিয়ে এই পরীক্ষা পাশ করেছেন অনেক ব্যক্তিই।আমাদের দেশে এমন বেশ কিছু মানুষ রয়েছেন যারা জীবনের এক পর্যায়ে চরম ব্যর্থ হওয়ার পরেও সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে সাফল্যের শিখরে পৌঁছেছেন। আমাদের আজকের প্রতিবেদনে আমরা এমনই এক আইপিএস অফিসারের সাফল্যের কাহিনী নিয়ে আলোচনা করব। এই অফিসারের সাফল্যের কাহিনীর সম্প্রতি নির্মিত হয়েছে একটি সিনেমা। ’12th FAIL’ নামক ওই সিনেমাটি ইতিমধ্যেই দর্শক মহলে খুব সাড়া ফেলে দিয়েছে।

কে এই ব্যক্তি? আসুন জেনে নেওয়া যাক।মধ্যপ্রদেশের ছোট্ট গ্রাম মোরেনার বাসিন্দা মনোজ কুমার শর্মা(Manoj Kumar Sharma)। ছোট থেকে মনোজ পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না।তিনি দশম শ্রেণীর পরীক্ষা থার্ড ডিভিশনে পাশ করেছিলেন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় মনোজ শুধু মাত্র মাতৃ ভাষা হিন্দিতেই পাশ করেন।শোনা যায় অন্যান্য সাবযেক্টে টুকলি করতে না পেরে ফেল করে যান মনোজ।

পড়াশোনার ক্ষেত্রে এই ব্যর্থতার কারণে দরুন অটো চালাতে শুরু করেন তিনি। এখান থেকেই তাঁর জীবনে নতুন মোড় আসে। একবার ঘটনাযক্রে তার অটো পরিবহন দপ্তর থেকে আটক করে নেওয়া হয়। এই অটো ছাড়ানোর জন্যই মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছিলেন মনোজ। তবে এখানেও তার ভাগ্য সাথ দেয় নি, অটো ছাড়ানো হয়নি মনোজের।তবে সেই সময় মহকুমা শাসকের থেকে তিনি UPSC পরীক্ষার ব্যাপারে জানতে পারেন।

এই ঘটনার পর গোয়ালিয়রে এসে মনোজ (Manoj Kumar Sharma) ছোট খাটো কাজ যেমন ছোট গাড়ি, টেম্পো ইত্যাদি চালিয়ে জীবিকা নির্বাহ করতে থাকেন।তবে এবার এই কাজের সাথে যুক্ত হয় তার আরেক কাজ, আর তা হল পরীক্ষার প্রস্তুতি। এমনও সময় গেছে যখন তিনি ফুটপাতে ভিখারিদের সঙ্গে রাত কাটিয়েছেন, আবার দিল্লিতে কোনো ধনী পরিবারের কুকুর দেখভালের কাজ করেছেন। এইসব করতে করতেই একসময় একটা লাইব্রেরিতে পিয়নের কাজ পেয়ে যান মনোজ। সেই লাইব্রেরিতেই বিভিন্ন বই পড়ে জীবনের নতুন দিশা দেখতে পান তিনি।

এরপর পরীক্ষা দেওয়া শুরু করেন তিনি।তবে পর পর তিনবার ব্যর্থ হন তিনি।তবে হাল না ছেড়ে আবারও চতুর্থবারে পরীক্ষায় বসেন মনোজ (Manoj Kumar Sharma)।এবার ভাগ্য সাথ দেয় মনোজের 121 স্থান নিয়ে উত্তীর্ণ হন UPSC পরীক্ষায়। এরপরের ঘটনা সবাই জানেন। IPS মনোজ কুমার শর্মার বন্ধু অনুরাগ পাঠকের বই, ‘টুয়েলফথ ফেল, হারা ওহি জো লড়া নেহি’ -তে এই IPS অফিসারের সম্পূর্ন জীবন কাহিনী লেখা রয়েছে,যার অনুকরনেই তৈরি হয়েছে ’12TH FAIL’ নামক সিনেমাটি।

আরও পড়ুন: Ratan Tata: প্রেমে পড়েছিলেন, কিন্তু ভেস্তে যায় বিয়ে!‘চিরকুমার’রতন টাটার প্রেমকাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও

About Author