লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Sourav Bhardwaj: ৪০ কিমি সাইকেল চালিয়ে খাবার ডেলিভারি! আইএএস হতে চায় সৌরভ

Published on:

WhatsApp Group   Join Now

Sourav Bhardwaj: জীবনে চলার পথে আমাদের মধ্যে প্রায় সকলকেই কোনো না কোনো রকম ভাবে নানান বাঁধার সম্মুখীন হতে হয়। তাই জীবনে সাফল্য অর্জন করতে গেলে কঠোর পরিশ্রম আর নিজের লক্ষ্যকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারলেই দেখা যাবে কোনো বাঁধাই বাঁধা নয়। এমনটাই আবারও একবার তা প্রমাণ করে দিলো পাতিয়ালার সৌরভ ভরদ্বাজ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুইগির এক ডেলিভারি বয়ের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। প্রতিদিন ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে খাবার ডেলিভারি করার পাশাপাশি আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি (Sourav Bhardwaj)। জানা গেছে, হাতিন্দর সিং নামে এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডেলে সৌরভ ভরদ্বাজ নামের ওই ডেলিভারি বয়য়ের ভিডিওটি পোস্ট করেন। এবং ভিডিওতে দেখা যায়, সৌরভ সাইকেল চালাতে চালাতে বলছেন, তিনি প্রতিদিন ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে অর্ডার ডেলিভারি দেন। বিকাল ৪টে থেকে রাত ১১ টা পর্যন্ত অর্ডার ডেলিভারি দেন তিনি। আর দিনের বাকি সময় পড়াশোনা করেন।

কারন তিনি (Sourav Bhardwaj) আইএএস সহ অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তাঁর বাবা পেশায় একজন ফটোগ্রাফার এবং মা এক বেসরকারি স্কুলের শিক্ষিকা। পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি, পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই পেশার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। সুইগিতে কাজ করে যে বেতন তিনি পান, সেটা দিয়ে পরিবারের জন্য মুদিখানার জিনিস কেনেন তিনি। এবং শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে হাতিন্দর লেখেন, “আসুন পাতিয়ালা থেকে এই ভাইয়ের গল্প শুনি। @Swiggyতে ফুড ডেলিভারি বয় হিসেবে কাজ করছেন। তিনি প্রতিদিন অর্ডার দেওয়ার জন্য ৪০ কিলোমিটার সাইকেল চালান। তাঁর বাবা ফটোগ্রাফার হিসাবে কাজ করেন, কিন্তু খুব বেশি আয় করেন না। তাই পরিবারকে সাহায্য করার জন্য তিনি এই কাজটি করেন। তাঁর কঠোর পরিশ্রমকে ধন্যবাদ।”

আরও পড়ুন: দারিদ্রতায় থেমে যায়নি পড়াশোনা, মদ বিক্রি করেই আজ IAS অফিসার রাজেন্দ্র বাবু

About Author