লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

‘উমরান মালিকের রেকর্ড ভেঙে দেব’, হুঙ্কার দিলেন পাকিস্তানের তরুণ পেসার !!

Published on:

WhatsApp Group   Join Now

ভারতীয় ক্রিকেট দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে এই মুহূর্তে উমরান মালিকের (Umran Malik) নাম সব থেকে উল্লেখযোগ্য। ২০২২ সালের আইপিএলে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করে অল্প কিছুদিনের মধ্যেই উমরান মালিক ভারতীয় দলে ডাক পেয়েছেন। তার বলের গতি সকলকে অবাক করে দিয়েছে।

গত মরশুমের আইপিএলে বিশ্বের তাবর তাবর ব্যাটসম্যানদের উমরানের বলের গতি নাজেহাল করে দিয়েছিল। উমরান মোট ১৮ টি উইকেট তুলে নিয়েছিলেন আইপিএলে। তারপরে ভারতীয় দলে তিনি সুযোগ পান। উমরান বেশ কয়েকটি বিদেশ সফর করেছেন ভারতের হয়ে। জাতীয় দলে তার পারফরম্যান্স সকলের নজর কেড়েছে।

সম্প্রতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে ১৫৬ গতিবেগে বল করে সব থেকে দ্রুতগামী বোলার হিসেবে রেকর্ড করেছেন। সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে উমরান ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। ভারতের মাটিতে বছরের শেষে ওয়ানডে বিশ্বকাপেও তিনি যে খেলতে চলেছেন তা বলাই বাহুল্য।

অন্যদিকে পাকিস্তানের এক তরুণ পেসার পাকিস্তান সুপার লিগে বল হাতে নজর কাড়তে শুরু করেছেন। তার বলের গতি ব্যাটারদের নাজেহাল করে দিয়েছে। ঘন্টায় ১৫০ কিমি গতিবেগে ম্যাচে বল করে পাকিস্তানের ইসানুল্লাহ রেকর্ড করেন।

এদিন ইসানুল্লাহ বললেন, ‘উমরান মালিকের ১৫৭ কিমির সেই রেকর্ডটি ভেঙে দেওয়ার চেষ্টা করবো আমি। প্রতিনিয়ত অনুশীলনে আমি সেটাই করার চেষ্টা করে চলেছি। আমি প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার বল করার লক্ষ্য রাখবো।’

About Author