লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

‘ব্যক্তিস্বার্থ নয়, রান করে দলকে জেতাও…’, বিরাটকে ফের তোপ গম্ভীরের

Published on:

WhatsApp Group   Join Now

ভারতীয় ক্রিকেট দলের ২০১১ সালের বিশ্বকাপ জয়ী প্রাক্তন বাঁ হাতি ওপেনার গৌতম গম্ভীর একটি কথা মনেপ্রাণে বিশ্বাস করেন যে, একজন ক্রিকেটারের সবসময় উচিৎ দলের জন্য রান করা নিজের জন্য নয়। এবং সেটার উপরেই বেশি করে ফোকাস করা উচিত। ব্যক্তিগত মাইলফলক নিয়ে ভেবে কোনও লাভ হবে না যদি টিম না জেতে। সোমবার টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ওপেনারের কাছে জানতে চাওয়া হয়, চলতি টি- টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের কেমন অ্যাপ্রোচ থাকা উচিত। জবাবে তিনি বলেন, এমন কিছু করা উচিত যেটা দিনের শেষে দলের কাজে লাগে এবং সর্বোপরি দলকে জেতাতে সাহায্য করে।

সঙ্গে আরো বললেন, ‘এমনভাবে রান করা উচিত যা আপনার দলকে জেতাতে সাহায্য করবে। ব্যক্তিগত হাফসেঞ্চুরি কিংবা শতরান করলেও সেটা যদি দলকে জেতাতে না পারে, তাহলে কোনও লাভ নেই। কিন্তু, যদি কোনও ব্যাটার ৪০ কিংবা ২০ রানও করে আর সেটা যদি দলকে জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাহলে সেটাই বড় বিষয় হয়ে উঠবে। যদি আপনি রান তাড়া করেন, তাহলে এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে যাতে দলের মিডল অর্ডারের উপর থেকে চাপ সরিয়ে নেওয়া যায়।’

আরও যোগ করেছেন যে কোনও দল যখন ট্রফি জেতে তখন একজন ক্রিকেটার সাফল্য অর্জন করেন যেটি ভুল। কারণ শুধুমাত্র ৫০ কিংবা ১০০ রান করে সাফল্য অর্জন করা যায় না। বললেন, ‘যখন কোনও টুর্নামেন্ট খেলতে নামা হয়, তখন ব্যক্তিগত রেকর্ডের ঝুলিটা বাড়িতে ফেলে আসা উচিত। এই ধরনের বড় টুর্নামেন্টে ব্যক্তিগত রেকর্ডের কোনও গুরুত্ব থাকে না। এমনকী এইধরনের টুর্নামেন্টে যদি আপনি ২০০ রানও করেন আর আপনার দল জেতে, সেক্ষেত্রে সেই সাফল্যের গুরুত্ব রয়েছে। কিন্তু, আপনি ৫০০ রান করার পরেও যদি দল ছিটকে যায় তাহলে সেই রানের কোনও দাম নেই।’

একথা অস্বীকার করার কোনও জায়গা নেই যে ভারতীয় ক্রিকেট দল আইসিসি ইভেন্টের যথেষ্ট ধারাবাহিক দল। যদিও ভারতীয় দল ১৫ বছর আগে মাত্র একবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জয় করেছে। বেশ কয়েকবার নকআউট পর্বে উঠলেও শেষপর্যন্ত শিরোপা জয় করতে পারেনি। যেমন ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল ম্যাচ খেলে শ্রীলঙ্কার কাছে হেরে যায় আর ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেমিফাইনাল হেরে যায়।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল ২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল। ভারতীয় ক্রিকেট দল আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ সফর শুরু করবে। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ৬ রানে জয়লাভ করেছে ভারত। বুধবার বৃষ্টির জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচটি স্থগিত হয়।

About Author