লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Viral Video: পিয়ানো বাজিয়ে হনুমান চালিশা গাইছে ছোট্ট বালক, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ সমাজ মাধ্যম !!

Published on:

WhatsApp Group   Join Now

সোশ্যাল মিডিয়ায় (Social Media) আমরা প্রায়ই কিছু না কিছু নিত্যনতুন জিনিস দেখতে পাই।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি টিয়াপাখির ভিডিও (Parrot Video)ভাইরাল (Viral video ) হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে টিয়াপাখিটি একদম মানুষের মতো কথা বলছে। টিয়াপাখিটিকে এভাবে কথা বলতে দেখে দেখে দর্শকরা রীতিমতো অবাক হয়ে গিয়েছে।এরই পাশাপাশি পাখিটির রূপ দেখে মুগ্ধও হয়ে গেছেন নেটিজেনরা(Netizen)। বর্তমানে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। হয়তো আপনারও চোখে পড়েছে এই পাখিটির ভিডিও।

‘ভয়েস অফ আমেরিকা’ (Voice Of America) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে। এই চ্যানেলটিতে চোখ রাখলেই দেখা যাবে দেশ-বিদেশের নানান রকমের খবর। যদিও সমস্ত ভিডিওর মাঝে এই ধূসর বর্ণের টিয়াপাখির ভিডিওটিই (Grey Parrot viral Video) বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অন্যতম চর্চার বিষয় হতে দেখা গিয়েছে।

Little Boy Viral

ভিডিওটিতে কি দেখা যাচ্ছে জানেন? সোশ্যাল মিডিয়ার বর্তমানে ভাইরাল টপিক ধূসর বর্ণের টিয়াপাখির এই ভিডিও।ভিডিওটিতে দেখা যায় পাখিটি তার সামনে থাকা এক ব্যক্তির বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছে।ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি পাখিটির সামনে মাইক্রোফোন ধরে একাধিক প্রশ্ন করছেন। তিনি প্রথমে প্রশ্ন করেন, “আর ইউ ফেমাস?” এর উত্তরে পাখিটিকে বলতে শোনা যায় “আই অ্যাম আ স্টার”।

এরপরে ওই ব্যক্তি পাখিটিকে কয়েকটি জীবজন্তুর আওয়াজ নকল করতে বলে। ব্যক্তির এই কথা শুনেই নিজের কাজ শুরু করে দেয় ধূসর বর্ণের টিয়া পাখিটি। প্রথমেই পাখিটির গলা থেকে বেড়িয়ে আসে রেড উল্ফের আওয়াজ (Red Woolf Sound), এরপর একে একে পেঁচার আওয়াজ (Owls Sound), পাখির কিচির মিচিরের আওয়াজ (Song Birds Sound), মোরগ ডাক (Roosters Sound), ঘোড়ার আওয়াজ (Horse Sound), পড়ে যাওয়ার আওয়াজ (Falling Down Sound), বিড়ালের মিয়াও ডাক (Cats Meow), কুকুরের ঘেউঘেউয়ের আওয়াজও (Dogs Bark) করতে শোনা যায়,যা হুবহু আসল আওয়াজের মতোই মনে হয়।

অবশ্য এখানেই পাখিটি থেমে থাকেনি এরপর টিয়াপাখিটিকে স্পেসশিপ, লেজা়র্স, জলবিন্দু, দরজা ঠোকা, গাড়ি চালু করার আওয়াজও নকল করতে দেখা যায়। কুকুরকে ডাক দেওয়ার আওয়াজ ‘কাম হেয়ার’ (Come Here) নকল করে সবশেষে গুড বাই (Good Bye) বলতে দেখা যায় ধূসর বর্নের টিয়া পাখিটিকে।ভিডিওটির ইতিমধ্যেই ভিউয়ার্স হয়ে গিয়েছেন ৫.৮ কোটি মানুষ।সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিকে ১০ লক্ষেরও বেশি মানুষ পছন্দ করেছেন।

About Author