লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

মাত্র 36 সেকেন্ডে 100 থেকে 1 পর্যন্ত গুণে রেকর্ড গড়ল বাংলার এই খুদে! বাচ্চা ছেলের এই প্রতিভা দেখে হতভম্ব স্বয়ং মহারাজ সৌরভ গাঙ্গুলী

Published on:

WhatsApp Group   Join Now

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো হল দাদাগিরি আনলিমিটেড। দীর্ঘদিন ধরে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী এই ধারাবাহিক সঞ্চালনা করে আসছেন। ২০০৯ সালে দাদাগিরি সম্প্রচার শুরু করেছিল। এখনো পর্যন্ত ৯টি সিজেন পার করে ফেলেছে। খুব শীঘ্রই দাদাগিরি আনলিমিটেড সিজেন ১০ আসতে চলছে। প্রতি সিজনের মত এই সিজনেও থাকবে কিছু চমক। তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে দাদাগিরির মঞ্চে এসেছে এক খুদে। তার পরনে রয়েছে বক্স প্যাটার্নের শার্ট। খুদে খুবই শান্ত প্রকৃতির, তবে প্রতিভায় ভরা। নিমেষের মধ্যে যে কোন দেশের ন্যাশনাল ফ্ল্যাগ দেখে বলে দিচ্ছে সেটি কোন দেশের ফ্ল্যাগ। নিমেষেই ১০০ থেকে এক পর্যন্ত উল্টো বলে দিচ্ছে। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও বহু মানুষের মন জয় করে নিয়েছে।

এই খুদের কথা বলার স্পীড দেখে নেটিজেনরা এই বাচ্চাকে স্পিড কিড নাম দিয়েছে। এই বাচ্চা একজন রেডিও জকিদেরকেও থেকেও বেশি স্পীডে কথা বলে। মাত্র ৭ সেকেন্ডে A থেকে Z পর্যন্ত বলে দেবে। মাত্র ৫১ সেকেন্ডের মধ্যে ১০০ থেকে ১ উল্টো গনে দেবে। যদিও দাদাগিরির সেটে এই চ্যালেঞ্জ পূরণ করতে আরো কম সময় নিয়েছে ঐ বাচ্চা। যেখানে মাত্র ৩ সেকেন্ডে A থেকে Z বলেছে এবং মাত্র ৩৬ সেকেন্ডে ১০০ থেকে ১ বলা শেষ করেছে।

প্রসঙ্গত, এই খুদের যা বয়স তাতে এই বয়সের ছেলে মেয়েরা এখন মোবাইল ফোনে আসক্ত। ভিডিও গেম নিয়ে ব্যাস্ত। এই বয়সেই এই খুদে অবাক করেছে সকলকে। এশিয়া থেকে ইউরোপ, বিশ্বে সব দেশের ন্যাশনাল ফ্ল্যাগ তাঁর নখদর্পণে। দাদাগিরির সেটা দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলিও এই খুদের প্রশংসা করতে ছাড়লেন না। অনেকেই ভিডিও দেখার পর খুদেকে কুর্নিশ জানিয়েছে। আবার অনেকে বলেছে এই খুদে AI কেউ টক্কর দেবে।

আরও পড়ুন:   দারিদ্রতাকে জয় করে UPSC-তে সাফল্য, মাত্র 21 বছর বয়সে IAS অফিসার অটো চালকের ছেলে!

About Author