লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

IND VS AUS : নিজেদের সুবিধামতো পিচ তৈরি করছে ভারত, আইসিসির হস্তক্ষেপ চাই অস্ট্রেলিয়া !!

Updated on:

WhatsApp Group   Join Now

ভারত(India) এবং অস্ট্রেলিয়ার(Australia) মধ্যে বৃহস্পতিবার থেকে টেস্ট সিরিজ শুরু হচ্ছে। বৃহস্পতিবার নাগপুরে ভারত(India) এবং অস্ট্রেলিয়া(Australia) প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে। তবে দুই দল পিচ নিয়ে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই তীব্র বিতর্কে জড়িয়ে পড়ল। অভিযোগ করা হয়েছে অস্ট্রেলিয়া দলের তরফ থেকে নাগপুরে পৌঁছে ভারতীয় দল পিচ নিয়ে মাতামাতি শুরু করেছে। রোহিতরা(Rohit Sharma) পিচ কিউরেটরদের নির্দেশ দিচ্ছে নিজেদের সুবিধা মতো পিচ তৈরি করার জন্য।

অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন সাংবাদিক নাগপুরে রয়েছেন। তাদের দাবি নাগপুরে ভারতীয় ক্রিকেটাররা নামার পরে ঘূর্ণি উইকেট তৈরি করার নির্দেশ দিয়েছেন পিচ প্রস্তুতকারককে। তারপরেই সেইভাবে পিচ তৈরি করা হচ্ছে। কিন্তু জল দেওয়া হচ্ছে না বাঁ হাতি ব্যাটারদের ঠিক সামনের এলাকায়। শুকনো রাখা হচ্ছে পিচের সেই জায়গাটা, যাতে বল ঘুরতে শুরু করে তাড়াতাড়ি।

অস্ট্রেলিয়া দলের প্রথম ৮ জন ব্যাটারের মধ্যে বাঁ হাতি ব্যাটার ৬ জন সেই কারণে ভারত তাদের সমস্যায় ফেলতে এটাই পরিকল্পনা করেছে বলে অস্ট্রেলিয়ার দাবি। অন্যদিকে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ছাড়া ভারতীয় দলে আর কোন বাঁহাতি ব্যাটার নেই। এই প্রসঙ্গে টিম অস্ট্রেলিয়া দাবি করেছে আইসিসির হস্তক্ষেপ আছে বলে। তবে লিখিত কোন অভিযোগ তাদের তরফে দেওয়া হয়নি। তবে এইসব ব্যাপারে ভারত নাক গলাতে চায়না। শুধুমাত্র টেস্ট ম্যাচের দিকে তাদের ফোকাস।

About Author