লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Bus: পায়ে হেঁটে স্কুলে যেতে হয় গ্রামের মেয়েদের, নিজের জমানো টাকায় বাস কিনে দিলেন রাজস্থানের এক ডাক্তারবাবু

Published on:

WhatsApp Group   Join Now

Bus: এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন একজন মানুষের সম্বন্ধে যিনি গ্রামের মেয়েদের স্কুলে যাওয়ার অসুবিধা দুর করতে পিএফ এর জমানো টাকায় কিনে ফেলেন একটা আস্ত বাস (Bus)।রাজস্থানের কোট পুটলিতে প্রায় ৬১ বছর বয়সী স্থানীয় প্রবীণ চিকিৎসক যিনি রিটায়ারমেন্ট এর পরই নিজের পি এফ এর জমানো টাকা দিয়ে গ্রামের মেয়েদের জন্য একটি বাস (Bus) কিনে দিয়েছেন।

যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে চারদিকে। মেয়েরা প্রত্যন্ত গ্রাম থেকে অনেক দূরে স্কুলে যায় পড়াশোনার জন্য। তাদের কথায় মাথা রেখে এবং পরবর্তীকালে কি হবে নিজের কথা না ভেবে জমানো টাকায় তিনি কিনে ফেললেন একটি গোটা আস্ত বাস (Bus)

স্থানীয় এই মহানুভব চিকিৎসকের নাম আর পি যাদব। সহানুভূতিশীল এই চিকিৎসক ছোট ছোট ছেলেমেয়েগুলোর কথা ক্রমশ ভেবেই গেছেন। তিনি দেখতে পান খুব কষ্ট করে তারা হেঁটে হেঁটে স্কুলে যায়।আর তা দেখেই তিনি ঠিক করেন অবসরের পাওয়া সমস্ত জমানো টাকা খরচ করবেন এই মেয়েদের সুবিধার্থেই।

ওই চিকিৎসক পিএফের জমানো টাকা থেকে প্রায় ১৯ লক্ষ টাকা খরচ করে একটা আস্ত বাস (Bus) কিনে ফেলেন।গ্রামের মেয়েদের কল্যানে তার এই কাজের জন্য তিনি দেশজোড়া খ্যাতি লাভ করেছেন। উল্লেখ্য,আইপিএস অফিসার আর কে বিজ নিজে এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন,‘এমন ব্যাক্তিকে আমি প্রণাম জানাই’।

আরও পড়ুন: ছেলেকে পড়াতে বিক্রি করতে হয়েছিল বাড়ি, IAS অফিসার হয়ে ছেলে বাবাকে উপহার দিল সেই বাড়ি

About Author