লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

UPSC Success Story: পাঁচবারের ব্যর্থতার পর সারা দেশে UPSC-তে সপ্তম স্থনাধিকারী জঙ্গলমহলের পার্থ করন; হার না মানার কাহিনী অবাক করবে আপনাকেও

UPSC Success Story: বাঁকুড়ার সারেঙ্গার ছেলে পার্থ করন (Partha Karan)। ছোটবেলা থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন তিনি। স্থানীয় বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে তারপর কলকাতার ...

Published on:

UPSC Success Story: বাঁকুড়ার সারেঙ্গার ছেলে পার্থ করন (Partha Karan)। ছোটবেলা থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন তিনি। স্থানীয় বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে তারপর কলকাতার স্কটিশচার্চ কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক পাস করেন তিনি। স্নাতক পাসের পর আইআইটি জ্যাম পরীক্ষা দিয়ে ভর্তি হলো আইআইটি গুয়াহাটিতে। পার্থ একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাবা ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক, অর্থের মূল্য জানতেন তিনি, তাই পড়াশোনাই ছিল তার একমাত্র ধ্যানজ্ঞান। স্নাতক হয়ে তার ইচ্ছা ছিল দিল্লি গিয়ে পিএইচডি করবেন কিন্তু রাজধানী গিয়ে তার মন পাল্টে যায়। শেষমেষ ঠিক করেন ইউপিএসসি (UPSC) পরীক্ষা দিয়ে দেশের প্রশাসনিক পদে আসীন হবেন।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

হাজার হাজার ছেলে মেয়ের মতো মনে ইচ্ছা নিয়ে জুটে পড়ে পার্থ। অনেক বাঁধার সম্মুখীন হতে হয়েছিল তাকেও কিন্তু হার মানেনি আর এগিয়ে গেছে। প্রথম ৫ বার লক্ষ্যভেদ করতে না পারলেও ইচ্ছা তাকে সাহস যুগিয়েছে। । তারপর ঠিক করলেন বিষয় পরিবর্তন করে পরীক্ষায় বসবেন তিনি। সেই সময় থেকে তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরীক্ষা প্রস্তুতি আরম্ভ করেন। কিন্তু সেখানেও বাধা! একবার ইন্টারভিউ রাউন্ড অবধি পৌঁছেও ফিরে আসতে হয়েছে তাকে। অবশেষে ২০২৩ সালে ইউপিএসসি পরীক্ষায় পাস করে সারা দেশে ‘সপ্তম’ স্থান অধিকার করেছে।

Partha Karan
Partha Karan

ইউপিএসসি (UPSC) পরীক্ষা সম্বন্ধিত সম্প্রতি বিধু বিনোদ শর্মার ‘12th fail’ মুভির টি মুক্তি পেয়েছে। যা আলোড়ন ফেলেছে দর্শকদের মধ্যে। এই মুভিতে মনোজ কুমার শর্মা আইপিএস হয়ে ওঠার গল্প তুলে ধরেছেন পরিচালক বিনোদ শর্মা। মনোজ কুমার শর্মার গল্প অনেক যুবক এবং যুবতীদের মনেও আশা জাগায় যে উনি পারলে তারাও পারবে। অসম্ভব কিছুই নয় কিন্তু সহজেই কোনো কিছু পাওয়া যায় না। তাই লক্ষ্য স্থির হলে তা ভেদ করা সম্ভব।।

আরও পড়ুন: Devyani Singh: সপ্তাহান্তে কয়েক ঘণ্টা পড়েই UPSC-তে সফল হলেন দেবযানী সিং

Google, Upsc, Upsc Success Story: পাঁচবারের ব্যর্থতার পর সারা দেশে Upsc-তে সপ্তম স্থনাধিকারী জঙ্গলমহলের পার্থ করন; হার না মানার কাহিনী অবাক করবে আপনাকেও

সর্বশেষ খবর বেঙ্গলি এক্সপ্রেসের গুগল নিউজ চ্যানেলে।

About Author