লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

“বিশ্বের যেকোন ক্রিকেটার বলবে PSL ই সবচেয়ে কঠিন”, IPL-কে ঠুকলেন মহম্মদ রিজওয়ান !!

Updated on:

WhatsApp Group   Join Now

বিশ্বের সবথেকে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ হল আইপিএল(IPL)। দেশ বিদেশের নানান তারকা ক্রিকেটাররা খেলতে আসেন এই আইপিএলে। অপরদিকে বেশিরভাগ পাকিস্তানি ক্রিকেটাররাই পিএসএলে(PSL) খেলে এছাড়া কিছু হাতেগোনা বিদেশি ক্রিকেটার আসেন। তবে কোনো তারকা ক্রিকেটারকে সেভাবে পিএসএলে(PSL) দেখা যায় না।

তবে দাবি করলেন পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজওয়ান বিশ্বের সবথেকে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল নয় পিএসএল। রিজওয়ানের দাবি পিএসএলে যে সমস্ত ক্রিকেটাররা একবার খেলতে আসেন তারা নিশ্চিতভাবে জানেন বিশ্বের সবথেকে কঠিন টি-টোয়েন্টি লিগ পিএসএল।

পাকিস্তান সুপার লিগের অষ্টম সংস্করণের ড্রাফটের আয়োজন করা হয় বৃহস্পতিবার। সেখানে পিএসএল-এর অন্যতম সফল দল মুলতান সুলতানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান হাজির হয়েছিলেন। এই অনুষ্ঠানে তিনি আইপিএলের থেকে পিএসএলকে এগিয়ে রাখেন ভারতের আইপিএল এবং পাকিস্তানের পিএসএল এর তুলনা করে।

এদিন রিজওয়ান বললেন, “যখন পিএসএল শুরু হয়েছিল তখন এই টুর্নামেন্ট সফল হবে কিনা অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে বর্তমানে দাঁড়িয়ে জোর গলায় আমি বলতে পারি পিএসএল বিশ্বের সবথেকে কঠিন এবং জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। আমি নিজেও এই টুর্নামেন্টে খেলতে পেরে গর্বিত।”

এছাড়াও রিজওয়ান বললেন, “এই মুহূর্তে পিএসএলে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের তারকা ক্রিকেটাররা খেলতে আসেন। পিএসএল খেলতে আসেন যে সমস্ত ক্রিকেটাররা তারা ভালোভাবেই জানেন দুনিয়ার সবথেকে কঠিন লিগ হলো পাকিস্তানের লিগ।”

About Author