লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Air Conditioner: অতিরিক্ত এসি চালাচ্ছেন! কম্প্রেসরের উপর চাপে খারাপ হতে পারে শখের এসি; নজরে রাখুন এই বিষয়গুলি

Published on:

WhatsApp Group   Join Now

Air Conditioner: তীব্র গরম থেকে বাঁচতে বেশির ভাগ মানুষই একমাত্র এসি উপর ভরসা করে থাকছে। উত্তর থেকে দক্ষিণ প্রচণ্ড গরমে নাজেহাল গোটা মানুষজন। গরম যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে এসির চাহিদাও। এসি যেহেতু একটি ইলেকট্রনিক ডিভাইস, তাই এসির ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মাথায় রাখা প্রয়োজন।

বাড়িতে নতুন এসি(Air Conditioner) কিনেছেন? কত দিন পর এসি ফিল্টার পরিষ্কার করতে হবে ? কিছু সামান্য ভুল দামি এসিকে নষ্ট করে দেবে মুহূর্তের মধ্যেই, আর এই সব বিষয় জানাটাই একজন এসি ব্যবহারকারীর জানাটা অত্যন্ত জরুরি।

Air Conditioner Cooling Tips:

আরও পড়ুন:Job News: এইবার উচ্চমাধ্যমিক পাশে মিলবে সরকারি চাকরির সুযোগ! কোন পদে এবং কীভাবে করবেন আবেদন ! জেনে নিন বিস্তারিত

এসির ফিল্টার পরিষ্কার করা নিয়ে মানুষের মনে নানান বিভ্রান্তি লেগেই থাকে, এসি ফিল্টার ঠিকমতো পরিষ্কার না করলে শুধু যে ঘর ঠান্ডা হবে না শুধু তাই নয় এসি কিন্তু নষ্ট হওয়ার আশঙ্কাও বেড়ে যায় বহুগুণে। এসির ফিল্টার যত পরিষ্কার রাখা যাবে, এসি তত ভাল ভাবে কাজ করবে।

অনেকে তাদের এসি ফিল্টার কয়েক মাস এমনকি বছরের মধ্যে কোনো সময়তেই পরিষ্কার করেন না এই ধরনের ভুল কখনই করা উচিত নয় এতে এসির ফিল্টার ঘরকে ঠাণ্ডা করার ক্ষেত্রে বিশেষ কাজ করে না, তাই এর যথাযথ যত্ন নেওয়া দরকার।যদি এসি ফিল্টারে ময়লা জমে থাকে তাহলে কম্প্রেসরে চাপ পড়ে।এবং এর ফলে এসি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।

আরও পড়ুন:Ration Card KYC: এইবার বাড়িতে বসে মোবাইলে করুন রেশন কার্ড KYC! জানুন বিস্তারিত

এছাড়াও আরেকটা বিশেষ জিনিসের দিকে নজর দেওয়া প্রয়োজন সেটি হলো এসির স্থান নির্বাচন,এসি লাগানোর সময় জায়গার ওপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন এমন কোনও জায়গায় এসি লাগানো উচিত যাতে এসির ওপরে রোদ না পড়ে, কেন না, সারাদিন এসির ওপরে রোদ পড়লে এতে এসি ঠান্ডা হতে সময় লাগবে, এবং সার্ভিসিংয়ের দিকেও নজর দেওয়া টা জরুরী, বছরে অন্তত দুবার সার্ভিসিংয়ের প্রয়োজন রয়েছে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।